Friday, 5/6/2020 | 12:19 UTC+6
খিলগাঁও সরকারী উচ্চ বিদ্যালয় (ব্যাচ – ১৯৯০)

স্মৃতিরা ফিরে ফিরে আসে….

ইদানিং স্মৃতি তারা করে বেড়ায়,
যখন তুষার বলে সে বুড়িয়ে যাচ্ছে।
আমার ২ বাচ্চা, তুষার আর নিরুর ও তাই
বেশির ভাগের ই একটা করে-
শুধু ছক্কায় একা বিজয়; একবারে জমজ।
অথচ আমাদের বন্ধুদের মাঝে হ্যাপ্পি / এলিন এখনও বিয়েও করেনি।
আমাদের বেড়ে ওঠা একসাথেই,
হয়তো নিয়তির অমোঘ টানে হাঁরিয়ে যাব একদিন সবাই
শুধু থাকবে স্মৃতি। কিছু সুখ স্মৃতি আর কিছু বেদনার।

ইস্কুলের সেই চির সবুজ দিন গুলো
আর ফিরে আসবে না জানি-
ভাবতে ভাল লাগে তখনও ভালবাসা এসে ভর করেছিল
গার্লস স্কুলের সামনে কারো কারো উদাসী পায়চারি
যদি বারান্দায় সে এসে দাঁড়ায়….
একটা সিগারেট পাঁচ জনে ভাগ করে খাওয়া কিংবা
কফি পারলারে দল বেঁধে বারগার খাওয়া।
আজো মনে পড়ে বাদশা স্যারের কোচিং
যেখানে ইলা, মিলা, শিলা রা কিলবিল করতো।

সময়ের স্রোতে এখন কে কোথায় !
নিয়তির টানে হয়তো ভেসে যাব আমিও একদিন
রয়ে যাবে শুধু স্মৃতি।

About

POST YOUR COMMENTS